সাতক্ষীরার ধুলিহর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে ভালুকা চাঁদপুর কলেজ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র ও জনতা ধুলিহর ইউনিয়নবাসীর ব্যানারে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভালুকা চাঁদপুর কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী রিমন হোসেন, ইরআম আতিক, এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী সাকিল হোসেন শুভ, ইউসুফ হোসেন, সিয়ায়, শিমুল হোসেনসহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার পতন হয়েছে। আগের মতো এখন যদি নির্দোষ-নিরপরাধ ব্যক্তিরা মিথ্যা মামলার শিকার হয়, তাহলে লাভ হলো কী। তাই অনতিবিলম্বে ধুলিহর ইপি চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর নামে দায়েরকৃত যে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা হয়েছে, তা প্রত্যাহারের জোর দাবি জানান বক্তারা।
বিডি প্রতিদিন/এমআই