নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুকে দেখতে হাসপাতালে গিয়েছেন জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন। এসময় হামলার ঘটনায় তীব্র নিন্দা ও জড়িতদের শাস্তি দাবি করেন তিনি।
শনিবার টিপুকে দেখতে হাসপাতালে যান গিয়াসউদ্দিনসহ জেলা বিএনপির নেতারা।
এসময় গিয়াসউদ্দিন বলেন, আমরা এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাই। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাই।
তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা কারও কাম্য নয়। এরকম ঘটনা যারা সন্ত্রাসী, তারা ছাড়া কেউ ঘটাতে পারে না। তাদের বিরুদ্ধে শুধু আমরা না, যেকোনো বিবেকবান মানুষ নিন্দা জানাবে।
এর আগে, গতকাল বন্দরের নবীগঞ্জ এলাকায় বিএনপির একটি গ্রুপের নেতাকর্মীরা টিপুর ওপর হামলা চালায়। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
বিডি প্রতিদিন/এমআই
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        