লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আস-সালাম ফাউন্ডেশনের উদ্যোগে দুই হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, হতদরিদ্রদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আস-সালাম ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাইয়্যেদ মাহবুব ইজ্জুদ্দিন তাহের জাবেরী, নির্বাহী সদস্য আকবর হোসেন সম্রাট, মো. আব্দুর রহমান, দাতা সদস্য নূরনবী পন্ডিত, জুয়েল হোসেন রাসেল, মো. সিদ্দিকুর রহমান ও জাকির হোসেন প্রমুখ।
আস-সালাম ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, আমরা আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে ইতোমধ্যে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় ২০ হাজার বানভাসী মানুষের কাছে ত্রাণ দিয়েছি। স্কুল, কলেজ, মাদ্রাসাসহ রিকশাচালক, ভ্যানচালক ও অটোচালকদের মাঝে ২ হাজার গাছের চারা বিতরণ করেছি। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ