শিরোনাম
৯ সেপ্টেম্বর, ২০২৪ ১৮:১০

ফুলপুরে ঝালমুড়ি বিক্রেতা যুবক নিখোঁজ

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ফুলপুরে ঝালমুড়ি বিক্রেতা যুবক নিখোঁজ

সুমন

ময়মনসিংহের ফুলপুরে সুমন (২৪) নামে এক ঝালমুড়ি বিক্রেতা যুবক নিখোঁজ হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে ঝালমুড়ি ও অন্যান্য সামগ্রী কিনতে ফুলপুরে আমুয়াকান্দা বাজারে গেলে তিনি নিখোঁজ হন। সন্ধ্যা ৭টার দিকে তাকে ফোন দিলে অন্য একজন ফোনটি রিসিভ করে এবং হ্যালো বলেই কেটে দেয়।

এরপর থেকে আত্মীয়স্বজনের বাড়িসহ কোথাও খুঁজে পাওয়া যায়নি এক সন্তানের জনক সুমনকে। সুমন উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের পলাশকান্দা গ্রামের হাশমত আলীর ছেলে। সে সিংহেশ্বর, আনন্দ বাজার, মোকামিয়া ও ভাইটকান্দি মোড় এলাকায় ঝালমুড়ি বিক্রি করতো।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শনিবার ঝালমুড়ি ও অন্যান্য কিছু উপকরণ কেনার জন্য ২ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে রওনা হয় সুমন। এরপর আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে আজ সোমবার সুমনের বাবা হাসমত আলী বাদী হয়ে ফুলপুর থানায় একটি জিডি করেছেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে কাজ করছে পুলিশ।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর