শিরোনাম
৯ সেপ্টেম্বর, ২০২৪ ২১:২২

রাজবাড়ীতে মোবাইল দোকানে চুরি

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে মোবাইল দোকানে চুরি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে একটি মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটেছে। ব্যবসায়ী মো. ছানোয়ার মিয়ার দোকানের টিনের ছাদ কেটে ২২টি অ্যান্ড্রয়েট ও ১০০টি বাটন ফোনসহ নগদ টাকা চুরি হয়েছে বলে দাবি করেন তিনি।
সোমবার বিকালে মো. ছানোয়ার মিয়া চুরির ঘটনায় বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

অভিযোগ সূত্রে জানা গেছে, রবিবার রাত ৯টার পর দোকান বন্ধ করে বাড়িতে যান ব্যবসায়ী মো. ছানোয়ার। সোমবার সকাল ৮টার দিকে দোকানে এসে দেখতে পান দোকানের ছাদের টিন কাটা। টিন কেটে ভেতরে প্রবেশ করে আইটেল, ২২টি অ্যান্ড্রয়েট ফোন ও ১০০টি বাটন ফোন, ক্যাশ ভেঙ্গে নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, বালিয়াকান্দি থানার জামালপুর বাজারের মোবাইল ব্যবসায়ীর দোকানে চুরির ঘটনা ঘটেছে।  ওই ব্যবসায়ী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর