কুমিল্লার নাঙ্গলকোটে ড্রাম ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আলমগীর হোসেন (৩২) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার বাঙ্গড্ডা বাজারে এ ঘটনা ঘটে। নিহত যুবক বাঙ্গড্ডা ইউপির নুরপুর গ্রামের মোহাম্মদের ছেলে ও বাহরাইন প্রবাসী। স্থানীয়রা ঘাতক ট্রাক ও চালক মো. হেলালকে (৪২) আটক করেছে। আটককৃত ট্রাকচালক চৌদ্দগ্রাম উপজেলার চানকরা গ্রামের মজিবুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রবাসী আলমগীর গান্ধাচি থেকে মোটরসাইকেল চালিয়ে বাঙ্গড্ডা বাজারে আসছিলেন। ওই সময় লাকসাম থেকে চৌদ্দগ্রামগামী একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ও প্রবাসী আলমগীর গাড়ির নিচে চলে যায়। স্থানীয়রা এসে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে এবং ঘাকত ট্রাক ও চালককে আটক করে।
নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএম