আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী জনসাধারণ, সীমান্ত এলাকার পূজামণ্ডপের নিরাপত্তা এবং সীমান্তবর্তী এলাকায় অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে জনসচেতনতামূলক সভা করেছে ঠাকুরগাঁও ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি।
রবিবার বিকেলে আটোয়ারি উপজেলার বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এই সভা করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল তানজীর আহম্মদ।
সভায় স্থানীয় চেয়ারম্যানসহ বিজিবির অন্যান্য অফিসারবৃন্দ, কোম্পানি ও বিওপি কমান্ডারগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী জনসাধারণের নিরাপত্তা, পূজামন্ডপের নিরাপত্তাসহ সীমান্ত হত্যা, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশসহ চোরাচালান এবং সীমান্ত অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য দেয়া হয়।
বিডি প্রতিদিন/এএ