রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এহসানুল হাকিম সাধনকে গ্রেফতার করেছে র্যাব। তিনি বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
আজ রবিবার দুপুরে ফরিদপুর শহরের পিয়ারপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১০। বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কামান্ডার এ কে এম শাইখ আকতার। গ্রেফতারের পর তাকে বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, ২৫ আগস্ট রাজবাড়ী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. তুহিনুর রহমান একটি মামলা দায়ের করেন। মামলায় অপহরণ, চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগ উল্লেখ করা হয়। সেই মামলায় গ্রেফতার করা হয় এহসানুল হাকিম সাধনকে।
বালিয়াকান্দি থানার ডিউটি অফিসার মো. মিজানুর রহমান বলেন, বালিয়াকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এহসানুল হাকিম সাধনকে গ্রেফতার করে বিকালে আমাদের কাছে হস্তান্তর করেছে। সোমবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করবো।
বিডি প্রতিদিন/এএ