হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষকদের মধ্য থেকে দ্রুততম সময়ের মধ্যে উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে হাবিপ্রবির শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
বৃহস্পতিবার দুপুর ১টায় হাবিপ্রবির ড. কুদরত এ খুদা একাডেমিক ভবনের সম্মুখে বৃষ্টির মাঝেও মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ২৫ বছর পার হয়েছে, এর আগে কৃষি কলেজ হিসেবে ছিল। সেক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়ও বেশ পুরোনো এবং শিক্ষকরা জ্যেষ্ঠ হয়েছেন, অভিজ্ঞ গ্রেড ওয়ানের প্রফেসরও রয়েছেন অনেকে। এর আগে বাইরে থেকে ভিসি নিয়োগ হয়েছে সেসময় দেখেছি আমাদের সমস্যা দাবি দাওয়াগুলো তার কাছে তুলে ধরার সুযোগ পেতাম না। ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ক্যাম্পাসেরই নিরপেক্ষ সৎ দক্ষ গবেষক শিক্ষক প্রয়োজন। তাই আমরা চাই বিশ্ববিদ্যালয়ের সৎ দক্ষ নিরপেক্ষ গবেষক শিক্ষকদের মধ্যে থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দেওয়া হোক।
বিডি প্রতিদিন/এএ