'দুর্নীতির বিরুদ্ধে একসাথে'- এ স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে সনাক ও টিআইবির উদ্যোগে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক দু'দিনব্যাপী এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার খাগড়াছড়ি নতুন কুঁড়ি স্কুল সংলগ্ন খুমপুই রেস্টুরেন্ট এ সচেতন নাগরিক কমিটি (সনাক) - টিআইবি খাগড়াছড়ি'র আয়োজনে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) ও ইয়েস সদস্যবৃন্দের অংগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। দু'দিন ব্যাপী এ সভার উদ্বোধন করেন সনাকের সাবেক সভাপতি সাবেক অধ্যক্ষ প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ান।
সভায় সভাপতিত্ব করেন সনাকের সভাপতি শেফালিকা ত্রিপুরা। বক্তারা তারুণ্যে দুর্জয় দুর্নীতি রুখবো। সামাজিক আন্দোলনে তরুণরা এগিয়ে যাবে এ প্রত্যাশা রাখেন। ওরিয়েন্টেশনের মূল বিষয় উপস্থাপন করেন চট্টগ্রাম এরিয়ার কো-অর্ডিনেটর জসিম উদ্দিন ও খাগড়াছড়ি এরিয়া ম্যানেজার আব্দুর রহমান। ওরিয়েন্টেশনে ইয়েস ও এসিজি সদস্যরা অংশ নেন।
বিডি প্রতিদিন/আরাফাত