হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ছোট বোনের বিয়ের আগের রাতেই মোটরসাইকেল দুর্ঘটনায় নাঈম মিয়া (২২) নামে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। রবিবার রাত ১০টায় উপজেলার ফরিদপুর এলাকার দেউন্দি সড়কের ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম মিয়া উপজেলার নিশাপট গ্রামের হান্নান মিয়ার ছেলে।
এদিকে, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের বিয়ের আনন্দের পরিবর্তে বইছে কান্নার রোল। স্বজনদের বেদনার আর্তনাদ ও আহজারিতে আকাশ যেন ভারী হয়ে উঠছে। আজ সোমবার তার ছোট বোনের বিয়ের কথা রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, আজ সোমবার উপজেলার নিশাপট গ্রামে মেয়ের বিয়েকে কেন্দ্র করে হান্নান মিয়ার পরিবারে চলছিল ধুমধাম আয়োজন। বিয়ের প্রস্তুতি প্রায় সম্পন্ন। আত্মীয়-স্বজনের উপস্থিতিতে সরগরম পুরো বাড়ি। শুধু বিয়ের সানাই বেজে ওঠার অপেক্ষায় সবাই। ঠিক তখনই বিয়ের আগের রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান হান্নান মিয়ার ছেলে নাঈম মিয়া।
নিজেদের বাড়িতে বেড়াতে আসা মামা জসিম মিয়াকে শৈলজুড়া গ্রামে পৌঁছে দিতে মোটরসাইকেলে রওয়ানা দেন নাঈম। পথিমধ্যে ফরিদপুর গ্রামের দেউন্দি সড়কের ব্রিজের কাছে যাওয়া মাত্রই সামন দিকে আসা একটি সাইকেলের সাথে তাদের বহনকৃত মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে নাঈমের মৃত্যু হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/নাজমুল