খাগড়াছড়ির দীঘিনালায় মসজিদের ফ্যানে ঝুলে মো. মশিউর রহমান (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। ওই যুবক মানসিকভাবে অসুস্থ ছিল বলে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানিয়েছেন।
ওসি বলেন, সোমবার বিকালে মেরুং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গোরস্থান পাড়ায় মোহাম্মদিয়া জামে মসজিদের মিম্বারের সামনে সিলিং ফ্যানে নিজের ব্যবহৃত পাগড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে মশিউর।
মৃতের বাবা আবুল কাশেম জানান, পূর্বেও একই মসজিদে সে আত্মহত্যার চেষ্টা করেছিল। সে মানসিকভাবে অসুস্থ ছিল। বিকালে সে মসজিদের সিলিং ফ্যানে আত্মহত্যা করেছে। আমাদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তাই লাশের ময়নাতদন্ত না করার জন্য আবেদন করেছি।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত না করার জন্য আবেদন করেছে। আবেদনের পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল