ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফসলি জমির মাঠ থেকে মো. রাকিবুল হাসান (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সরাইল থানা পুলিশ। সকাল ১১টায় উপজেলার পানিশ্বর ইউনিয়নের শান্তিনগর এলাকার অটো রাইস মিলের পশ্চিম পাশে ফসলি মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাকিবুল হাসান নওগাঁ সদর উপজেলার ফতেপুর এলাকার মো. উজ্জ্বল মিয়ার ছেলে। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তিনি অটো রাইস মিলে কাজ করতেন।
স্থানীয়রা জানান, রাতে মোবাইল ফোনে কথা বলতে বলতে আটো রাইস মিলের রুম থেকে বের হয় রাকিবুল হাসান। পরের দিন রবিবার সকালে তার মরদেহ মিলের পশ্চিম পাশে ফসলি জমির মাঠে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক অবস্থায় মরদেহের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর সঠিক রহস্য এখনো পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/এএম