কক্সবাজারের কুতুবদিয়ায় অস্ত্রসহ আব্দুল আলিম প্রকাশ কালুকে (৩৫) আটক করেছে যৌথবাহিনী। এ সময় তার কাছ থেকে একনালা বন্দুক, ৪টি দেশীয় অস্ত্র, ৩২টি রবি সিম, একটি ছুরি, ২৬ টি মোবাইল ফোন ও ১৪টি টর্চলাইট উদ্ধার করা হয়।
শুক্রবার উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের সমিতি রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আব্দুল আলিম প্রকাশ কালু ওই ইউনিয়নের আনু হাজি পাড়ার মৃত গোলাম কবিরের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে নৌ বাহিনী ও পুলিশের একটি দল যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় আব্দুল আলিম প্রকাশ কালু পালানোর চেষ্টা করলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। জিজ্ঞাসাবাদে সে বিভ্রান্তমূলক কথাবার্তা বলে এবং এক পর্যায়ে স্বীকার করে তার কাছে অস্ত্র রয়েছে। পরে তার বাড়িতে তল্লাশি করে অস্ত্র উদ্ধার করা হয়।
আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক আসামেকে কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা