রবি মৌসুমে সরিষা, গম, চীনা বাদাম ও বিভিন্ন শীতকালীন সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শেরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে শতাধিক কৃষকের মাঝে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মো.হযরত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া। এসময় অন্যানোদের মাঝে বক্তব্য রাখেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পলাশ কান্তিসহ প্রমূখ।
বক্তব্য শেষে শেরপুর সদরের ক্ষুদ্র ও প্রান্তীক শতাধিক কৃষকদের মাঝে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি বিতরন করা হয়।
বিডি প্রতিদিন/এএম