বিদ্যুতের তার দিয়ে ফাঁদ পাতা হয়েছিল গ্রামের ধানক্ষেতে। যে ফাঁদে পড়ে মারা গেছে একটি বন্য হাতি। বৃহস্পতিবার রাতে শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকায় বাতকুচি টিলাপাড়ায় ঘটে এ ঘটনা।
ঘটনার পর গত শুক্রবার রাতে ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বাদী হয়ে বন্য প্রাণী সংরক্ষণ আইনে ১১ জনের নামে মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে। জেনারেটর চালক শহিদুল ইসলাম (৪০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বন বিভাগ, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ফসল রক্ষায় হাতি তাড়ানোর ফাঁদে পড়ে গত বৃহস্পতিবার রাতে একটি বন্য হাতি মারা যায়। পরদিন শুক্রবার বিকালে রাতকুটি টিলাপাড়া পাহাড়ের ঢালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে দুইজন ভেটেরিনারি সার্জন গিয়ে ময়নাতদন্তের আলামত সংগ্রহ করার পর সেখানেই হাতিটিকে মাটিচাপা দেয়। শুক্রবার রাত থেকেই ওই স্থানের আশপাশে ৫০-৫৫টি বন্য হাতি অবস্থান করছে। হাতির পালটি বাতকুচি গ্রামের পাহাড়ের ঢালে কৃষকের আমনক্ষেত নষ্ট করে দিচ্ছে। তাদের এমন বেপরোয়া আচরণে এলাকাজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে।
মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, হাতির পালকে পাহাড়ে ফিরিয়ে দিতে এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যসহ বন বিভাগের লোকজন কাজ করছেন। পরিবেশ স্বাভাবিক হলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ পেতে বন বিভাগের কাছে আবেদন করতে বলা হবে।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বলেন, হাতি মৃত্যুর ঘটনায় শনিবার একজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ