দিনাজপুরের বিরামপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- বিরামপুর উপজেলার পৌর শহরে সারাঙ্গপুর গ্রামের জিয়ারুল হকের ছেলে রিফাত(১৭) ও ইসলাম পাড়া মহল্লার ইউনুস আলীর ছেলে বাদশা (১৬)।
সোমবার (০৪ নভেম্বর) বিকেল চারটার দিকে বিরামপুর পৌর শহরের জোয়ালকামড়া মোরে এই দুর্ঘটনা ঘটে।
বিরামপুর পুলিশ জানায়, দুইবন্ধু মোটরসাইকেল যোগে বিরামপুর হইতে দিওড়ের উদ্দেশ্যে রওনা হয়। বিকাল অনুমান ৪টার দিকে বিরামপুর পৌরসভার ৮নং ওয়ার্ড জোয়াল কামড়া নামকস্থানে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের উপর জোয়ালকামড়া মোড়ে পৌঁছানো মাত্রই অপরদিক থেকে চালক বেপরোয়া ও দ্রুত গতিতে ট্রাক চালিয়ে মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিরামপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে ড্রাইভার ও হেল্পার পলাতক রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ