বাগেরহাটের রামপাল উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান শেখ নাসির উদ্দিনকে চাঁদাবাজি মামলায় গ্রেফতার করে পুলিশ। বুধবার দুপুরে রামপাল থানা পুলিশ সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে চেয়ারম্যান নাসিরকে গ্রেফতার করা হয়।
রামপাল থানার ভারপ্রাপত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৩০ অক্টোবর উপজেলার বড় কাটালী গ্রামের ইউসুফ আলী খানের দায়ের করা একটি চাঁদাবাজি মামলায় চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত চেয়ারম্যান নাসিরের বিরুদ্ধে তার ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্যা রোজীনা সুলতানাকে মারপিটসহ একাধিক অভিযোগ রয়েছে। গ্রেফতার চেয়ারম্যান শেখ নাসির উদ্দিনকে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
বিডি প্রতিদিন/এএম