লক্ষ্মীপুরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস (৭ নভেম্বর) পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর পশ্চিম বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
র্যালিটি লক্ষ্মীপুর রামগঞ্জ নন্দনপুর সড়কের শুরু থেকে দালাল বাজার খোয়া সাগর দীঘির পাড়ে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, বিএনপি নেতা আব্দুল করিম নিজাম, কামরুজ্জামান সোহেল প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে শহীদ জিয়ার সততা, দেশপ্রেম ও আদর্শে বলিয়ান হয়ে সকলকে একসাথে কাজ করার আহবান জানান। সেইসাথে স্বৈরাচারী খুনি হাসিনার বিচার দাবি করেন।
বিডি-প্রতিদিন/শআ