নানা কর্মসূচির মধ্য দিয়ে বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি ও জামায়াত। বৃহস্পতিবার প্রথমে নগরীর সদর রোড দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে মহানগর বিএনপি। দুপুরে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ ও র্যালি বের করা হয়। এছাড়া র্যালি বের করে মহানগর যুবদল।
বিকেলে বরিশাল প্রেসক্লাবে দিনটি উপলক্ষ্যে আলোচনা সভা করে মহানগর জামায়াত। এতে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর। সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মহানগরীর সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, তারিকুল ইসলাম, মাওলানা শফিউল্লাহ তালুকদার, অধ্যাপক মাহফুজুর রহমান আমিন, অধ্যাপক সুনতানুল আরেফিন, অধ্যাপক আনোয়ার হোসাইন প্রমুখ।
বিডি-প্রতিদিন/শআ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        