কক্সবাজারের টেকনাফ উপজেলায় অস্ত্র-গুলিসহ একজন নারী অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৫। বৃহস্পতিবার বিকালে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, হোয়াইক্যংয়ের আজিজুর প্রকাশ মুনিয়া ডাকাত র্যাবের উপস্থিতি বুঝতে পেরে ঘরের পেছনের দরজা দিয়ে রাতের অন্ধকারে কৌশলে পালিয়ে যায়। পরে তার স্ত্রী লায়লা বেগমের (৩৯) স্বীকারোক্তি ও দেখানো মতে শয়নকক্ষের খাটের নিচ থেকে একটি প্লাস্টিকের ব্যাগ থেকে দেশীয় তৈরি একটি একনলা বন্দুক (এলজি), দুই রাউন্ড পুরাতন ১২ বোর শটগানের কার্তুজ এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতার লায়লা বেগম জিজ্ঞাসাবাদে জানান, তিনি ও তার স্বামী দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র-গুলি সংগ্রহ করতেন। এসব অস্ত্র-গুলি স্থানীয় এলাকায় বিভিন্ন দুষ্কৃতকারীদের নিকট অর্থের বিনিময়ে বিক্রয় করে আসছিলেন। এ ছাড়াও তারা টেকনাফসহ কক্সবাজারের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য বিক্রয় করতেন বলেও জানান।
বিডি প্রতিদিন/এমআই