মানিকগঞ্জের সিঙ্গাইরে নিখোঁজ হওয়ার দুই দিন পর ধলেশ্বরী নদী থেকে রুবেল মিয়া (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকার ধলেশ্বরী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রুবেল ধামরাই এলাকার ইদ্রিস মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কৃষি শ্রমিক ছিলেন।
নিহতের স্ত্রী আঞ্জুয়ারা বেগম জানান, গত ৬ নভেম্বর মধ্যরাতে একটি ফোনকল পেয়ে রুবেল মিয়া বাড়ি থেকে বেড়িয়ে যায়। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, নিখোঁজের দুই দিন পর শুক্রবার সকালে ধলেশ্বরী নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম