জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় এক বর্ণাঢ্য র্যালি এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির আয়োজনে শুক্রবার বিকেলে উপজেলা সদরে এক বর্ণাঢ্য র্যালি মহাসড়ক প্রদক্ষিণ শেষে তারাকান্দা বড় ব্রীজ প্রাঙ্গণে সমাবেশে যোগ দেয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল হেকিম মন্ডলের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা কাজী আব্দুল বাতেন, আব্দুল মালেক আর্মি, শামীম তালুকদার, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম কামাল, তারাকান্দা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আসাদুল হক মন্ডল, যুগ্ম আহ্বায়ক রাসেল মন্ডল ও এস.এম আমিনুল ইসলাম, শ্রমিক দলের আহ্বায়ক পাভেল মন্ডল, তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন রকি প্রমুখ।
এর আগে দুপুর থেকে তারাকান্দা উপজেলার ১০ ইউনিয়ন বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিছিল সহকারে জমায়েত হতে থাকলে মিছিলের নগরীতে পরিণত হয় উপজেলা সদর।
বিডি-প্রতিদিন/বাজিত