বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হাবিবুর রহমান ওরফে জাকির তালুকদারকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে যৌথবাহিনীর একটি দল পৌরসভার আদর্শপাড়া এলাকায় তার বাড়ি থেকে গ্রেফতার করে। এ সময় তার ঘর থেকে একটি চায়নিজ কুড়াল উদ্ধার করেছেন য়ৌথবাহিনীর সদস্যরা।
এ বিষয়ে থানার ওসি (তদন্ত) কেএম শওকত হোসেন বলেন, চিংড়াখালী বাজারে বিএনপির অফিস ভাংচুরের মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে জাকির হোসেনকে শনিবার বেলা ১১টার দিকে বাগেরহাট কোর্টে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ