যশোরের চাঞ্চল্যকর জামায়াত নেতা আমিনুল ইসলাম সজল হত্যা মামলার পলাতক আসামি ঘাতক স্বরনকে (২৫) বাগেরহাটের শরণখোলা থেকে গ্রেফতার করেছে র্যাব ৬। শুক্রবার রাতে র্যাবের মিডিয়া সেল এতথ্য নিশ্চিত করেছে। গ্রেফতার স্বরন যশোরের কোতোয়ালী থানার খোলাডাঙ্গা গ্রামের টোকনের ছেলে।
হত্যাকান্ডের শিকার জামায়াত নেতা আমিনুল ইসলাম সজল (৪৩) যশোরের কোতয়ালী থানার খোলাডাঙ্গা (মুন্সিপাড়া) গ্রামের মো. আজিজুল ইসলামের ছেলে। পেশায় তিনি হার্ডওয়্যার ব্যবসায়ী।
গত ৪ নভেম্বর সন্ধ্যায় যশোর জেলা সদরোর খোলাডাঙ্গা গ্রামে গাজীর বাজারের কাছে এশার নামাজের উদ্দেশ্যে বের হলে তার গতিরোধ সন্ত্রাসীরা তাকে হত্যা করে। এ ঘটনায় সজলের ভাই বাদী হয়ে যশোর জেলার কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি ব্যাপক চাঞ্চল্যকর হওয়ায় হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে র্যাব ছায়া তদন্ত অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে র্যাব-৬ গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার শরণখোলা এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার পলাতক আসামি স্বরনকে (২৫) গ্রেফতার করা হয়। গ্রেফতার স্বরনকে যশোর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এই হত্যাকান্ডে সাথে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় র্যাব।
বিডি প্রতিদিন/এএম