শরীয়তপুরের সখিপুরে মাদ্রাসা থেকে ফেরার পথে অটোরিকশা চাপায় হুমায়রা নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের মতি খার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
সখিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, মতি খার কান্দি গ্রামের সৌদি প্রবাসী ফারুক কাজীর মেয়ে হুমায়রা মাদ্রাসা ছুটি শেষে প্রতিদিনের মতো বাড়ি ফিরছিল। হুমায়রা বাড়ির কাছাকাছি স্থানে পৌঁছানোর পরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশা তাকে চাপা দেয়।
গুরুতর আহত হুমায়রাকে নিকটবর্তী চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই