ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে চলাচলকারী বাসের ভাড়া ৫৫ টাকা থেকে ৪৫ টাকা, শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া এবং এসি বাসসহ সব রুটে যৌক্তিক ভাড়ার দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের উদ্যোগে এই মশাল মিছিল হয়।
মশাল মিছিলটি শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে দুই নং রেলগেট হয়ে কালিরবাজার গিয়ে শেষ হয়। মশাল মিছিল থেকে বাস ভাড়া কমানোর জোরাল দাবি জানানো হয়। অন্যথায় হরতাল ঘোষণার হুঁশিয়ারি দেন আয়োজকরা।
সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, আমরা নারায়ণগঞ্জ-ঢাকা (লিংক রোড) রুটে বাস ভাড়া ৪৫ টাকা করার দাবি জানাচ্ছি। নারায়ণগঞ্জ থেকে পাগলা-পোস্তগোলা হয়ে ঢাকা, চিটাগং রোড, সোনারগাঁ পঞ্চমীঘাট, পানাম, তাজমহল রুটের ভাড়া যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনতে হবে। ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর করতে হবে। নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বিআরটিসি এসি বাসের ভাড়া ৬০ টাকা এবং এই রুটের বেসরকারি সকল এসি বাসের ভাড়া ৬৫ টাকা করতে হবে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে পরিবহন নিয়ে অরাজকতা দীর্ঘদিনের। আওয়ামী লীগের শাসনামলে বিভিন্ন সেক্টরের মতো এই পরিবহন খাতটি ছিল ওসমান পরিবারের চাঁদাবাজির অন্যতম উৎস। পরিবহনের মাফিয়া সিন্ডিকেট বছরের পর বছর সাধারণ যাত্রীদেরকে জিম্মি করে রেখেছে। আমাদের দাবি না মানলে হরতালের ঘোষণা দেয়া হবে। আর এই হরতাল হবে পরবর্তী পরিস্থিতির পর প্রথম হরতাল। আশা করি হরতালের আগেই আমাদের দাবি মেনে নেওয়া হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আওলাদ হোসেন, জেলা গণসংহতির সমন্বয়ক তরিকুল সুজন, সুশাসনের জন্য নাগরিক-সুজন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ধীমান সাহা জুয়েল ও কমিউনিস্ট পার্টি জেলা সভাপতি হাফিজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
বিডিপ্রতিদিন/কবিরুল