লালমনিরহাটের পাটগ্রামের সানিয়াজান নদীতে মাটি কাটতে গিয়ে পরিত্যক্ত একটি গ্রেনেড পান কৃষক লেবু মিয়া। সেটিকে গুপ্তধন ভেবে ১ মাস লুকিয়ে রাখার পরে পুলিশের কাছে জমা দেন তিনি। গ্রেনেডটির ওজন আনুমানিক ৫০০ গ্রাম।
সোমবার (২ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান সরকার।
ওই কৃষক লেবু মিয়া (৪৫) উপজেলার বাউরা বাজার এলাকার মোফাজ উদ্দিনের ছেলে।
জানা গেছে, গত এক মাস আগে কৃষক লেবু মিয়া বাউরা নবীনগর এলাকায় সানিয়াজান নদীতে মাটি কাটতে গিয়ে গ্রেনেডটি পান। প্রথমে এটিকে গুপ্তধন ভেবে গোপনে বাড়িতে রেখে বিভিন্ন ভাবে আঘাত করে ভাঙার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে গত রবিবার রাতে বুঝতে পেরে বিজিবি নবীনগর ক্যাম্পে অবগত করেন। পরে বিজিবির ক্যাম্প কমান্ডার হাবিলদার মজিবুর রহমান থানা পুলিশকে অবগত করলে পুলিশ গ্রেনেডটি উদ্ধার করে।
পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান সরকার বলেন, ধারণা করা হচ্ছে এটি ১৯৭১ সালের গ্রেনেড। এটি নিষ্ক্রিয় করতে সেনাবাহিনীর বিস্ফোরক ইউনিটকে খবর দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এমএস