কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত চরাঞ্চলের কৃষকের মাঝে বিভিন্ন জাতের ২৪ হাজার সবজি চারা বিতরণ করা হয়েছে। আজ সোমবার বিকেলে জেলা সদরের বকসীপাড়া এলাকার বৈরাগীর হাট ঈদগাহ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে চারা বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।
এসময় ওই সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক সংসদ সদস্য কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, কৃষকদলের রংপুর বিভাগের সহ সাংগঠনিক শাহ নেওয়াজ লাবু, কৃষিবিদ ডক্টর আব্দুল মজিদ, সহ- সাংগঠনিক সম্পাদক আনোয়ার শাহাদত, জেলা কৃষক দলের আহবায়ক মো. রিপন রহমান ও সদস্য সচিব রুকুনুজ্জামান খন্দকার রুকুসহ অন্যান্যরা।
চর উন্নয়ন গবেষণা কেন্দ্র ও পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ার সহযোগিতায় জেলা কৃষকদলের উদ্যোগে চরাঞ্চলের ৬ শত ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বেগুন ও মরিচের চারা বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        