চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদ কর্মসূচী থেকে গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুলিশের উপর হামলার ঘটনায় ৪৫৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রবিবার (১ ডিসেম্বর) রাত ১১ টার দিকে কোটালীপাড়া থানায় এসআই আল আমিন বাদী হয়ে কোটালীপাড়া থানায় মামলাটি দায়ের করেন।
এ মামলায় ৫৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। আর অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ৪ শ’ জনকে।
মামলার বিবরণে জানা গেছে, গত ২৬ নভেম্বর বিকালে কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাটে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগামের হাট হাজারীর পুন্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রম্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীদের হামলায় কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদসহ ৩ পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনার ৬ দিন পর রবিবার (১ ডিসেম্বর) কোটালীপাড়া থানা পুলিশ ৪ শ’ ৫৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রম্মচারীকে গ্রেফতারের পর তার মুক্তির দাবিতে ২৬ নভেম্বর বিকালে কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাটে সনাতনী সম্প্রদায়ের কয়েক শ’ বিক্ষুদ্ধ লোক জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।
‘এ সময় আমরা সড়ক থেকে বিক্ষোভকারীদের সরে যেতে বললে তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় আমিসহ ৩ পুলিশ সদস্য আহত হই। এ ঘটনায় ৫৫ জনের নাম উল্লেখ ও ৪ শ’ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে।’
বিডি প্রতিদিন/জামশেদ