বগুড়ার শেরপুরে আঞ্চলিক সড়কে ভটভটি ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার শেরপুর-নন্দীগ্রাম আঞ্চলিক সড়কের কেল্লাপোষী বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম মো. শাকিল আহম্মেদ (১৭)। নিহত শাকিল আহম্মেদ উপজেলার কুসুম্বী ইউনিয়নের কুসুম্বী পশ্চিমপাড়া গ্রামের গোলাম হোসেনের ছেলে।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদৎ হোসেন জানান, ওই সড়কে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন শাকিল আহম্মেদ। একপর্যায়ে কেল্লাপোষী বাজারে পৌঁছালে ভটভটির সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল চালক শাকিল রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠিয়ে দেন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
বিডি প্রতিদিন/এএম