নওগাঁয় যুবদল নেতা আব্দুল মজিদ (৪৮) হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকায় নওগাঁ-সান্তাহার সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বোয়াালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোসতাক আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও নওগাঁ পৌরসভার সাবেক মেয়র নজমুল হক সনি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান ও শফিউল আজম রানা, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাফিজুর রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি নাসির উদ্দিন, নিহত যুবদল নেতা আব্দুল মজিদের বড় ভাই বোয়াালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোকসেদুল ইসলাম ও ছোট ভাই শফিকুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে নিহত মজিদের বড় ভাই মোকসেদুল ইসলাম বলেন, আমার ভাই রাজনীতির সঙ্গে জড়িত ছিল। কিন্তু কোনোদিন কোনো অন্যায় কোনো কাজ করেনি। মানুষের উপকার করে বেড়াত। এলাকার কোথায় কার কি সমস্যা হচ্ছে সেখানে চলে যেত, সমাধানের চেষ্টা করতো। সেই মানুষটাকে গুলি করে হত্যা করা হলো। অথচ পুলিশ এখনও হত্যাকারী মোহাম্মদ আলীকে গ্রেফতার করতে পারলো না। আমি মোহাম্মদ আলীসহ সকল আসামিকে গ্রেফতার দেখতে চাই, তাদের বিচার আওতায় আনা হয়েছে দেখতে চাই।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, এ পর্যন্ত পাঁচজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মোহাম্মদ আলীসহ বাকি আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। দ্রুতই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
বিডি প্রতিদিন/হিমেল