বরিশালের আগৈলঝাড়ায় ড্রোন, বিদেশী মদ, নগদ অর্থসহ দুই জনকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার ভোর রাতে এ অভিযান করা হয়। আটককৃতরা হলো বরিশালের উজিরপুর উপজেলার সাতলা গ্রামের নিত্যানন্দ রায় ও একই এলাকার বাসিন্দা দিলীপ পান্ডে।
আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, ভোর রাতে উপজেলার বাকাল ইউনিয়নের বাইপাস ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান করে সেনাবাহিনী। এ সময় দুই জনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি ড্রোন, একটি ল্যাপটপ, তিনটি মোবাইল ফোন সেট, বিদেশী এক বোতল মদ, মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।
ওসি জানান, আপাতত মদ উদ্ধারের ঘটনায় থানার এসআই মিল্টন মন্ডল বাদী হয়ে মাদক আইনে মামলা করেছে। এছাড়াও অন্যান্য মালামালের বিষয়ে রহস্য রয়েছে। তাই সেগুলো জব্দ দেখিয়ে বিষয়টি তদন্ত করা হচ্ছে। আপতত মাদক আইনে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুই জনকে জেলে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম