পঞ্চগড়ে স্বৈরাচার ও কেয়ারটেকার দিবস পালিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে জেলা জজকোর্টের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি চৌরঙ্গী মোড়ে শেষ হয়। সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন পঞ্চগড় জামায়াতে ইসলামীর আমির প্রভাষক ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, নায়েবে আমির মাওলানা মফিজ উদ্দিন, সদর উপজেলার আমির শফিউল ইসলাম, ছাত্রশিবিরের সভাপতি জুলফিকার আলী প্রমুখ। আলোচনায় বক্তারা ৬ ডিসেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন এবং গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জনগণের ভূমিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবি পুনর্বহালের গুরুত্ব নিয়েও মতামত ব্যক্ত করেন।
বিডি প্রতিদিন/এএ