মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেছেন, আমাদের দেশে দৈনিক ২০ কোটি টাকার মাদক সেবন করা হয়। আর বছরে ৭ হাজার ৩০ কোটি টাকার মাদক সেবন করা হয়। যারা মাদক সেবন করে তাদের মধ্যে শতকরা ৮০ ভাগ তরুণ তথা স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী।
শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকার আদর্শ স্কুল মাঠে মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটির উদ্যোগে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এই সমাবেশের আয়োজন করা হয়।
খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, যারা মাদক সেবন করে তার মধ্যে ১০ শতাংশ নারী। যারা মাদক ব্যবসা করে তাদের মধ্যে নারীর সংখ্যা আরও বেশি। অনেক নারী ব্যবসায়ী ধরা পড়েছে। আমরা এই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে যাচ্ছি। ছোট হোক বড় হোক যেখানেই খবর পাই, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে থাকি।
তিনি আরও বলেন, আমাদের দেশে মাদক ব্যবসায়ীদের সংখ্যা ১ লক্ষ ৬৫ হাজার। আমাদের দেশের লোক সংখ্যা ১৭ কোটি হলে প্রতি হাজারে একজন মাদক ব্যবসা করে। বাকি ৯৯৯ জন ভালো মানুষ আছি। আমরা ৯৯৯ জন মানুষ মিলে একজনকে মাদক ব্যবসায়ীকে ফেরাতে পারবো বলে আশা করি। আমাদের সেই চেষ্টা আছে। আমাদের পক্ষে আইন আছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, স্কুল-কলেজের শিক্ষকমণ্ডলী আছে। গুটি কয়েকজন সন্ত্রাসী, কালো টাকা অধিকারী লোকজনকে চিহ্নিত করা কঠিন কাজ নয়।
মোস্তাফিজুর রহমান বলেন, আমার আহ্বান যখন যেখানে দেখবেন মাদক ব্যবসায়ী আছে, মাদক বেচাকেনা হয়, আমাদের জানাবেন। আমরা যে কোনো মূল্যে মাদক উচ্ছেদ করবো। যারা মাদক সেবন করে তারা যদি মাদক সেবন বন্ধ করে দেয়, তাহলে মাদক ব্যবসায়ীরা কার কাছে মাদক বিক্রি করবে? স্কুল-কলেজে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ করবো। অভিভাবকদের সচেতন হতে হবে। তরুণ সমাজকে আমরা কোনোভাবেই ব্যর্থ হতে দিতে পারি না। মাদক ব্যবসায়ীদের রুখে দাঁড়াতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা বিভাগীয় পরিচালক একেএম শওকত ইসলাম, নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মো. খোরশিদ আলম, স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. সেলিম নিজামী ও ফতুল্লা থানা ওসি মো. শরিফুল ইসলাম প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল