রাজধানীর রায়েবাগে থাই গ্লাস লাগানোর জন্য মাপ নিতে গিয়ে টুলের উপর থেকে পড়ে মো. সাকিব (২০) নামে এক দোকান কর্মচারী মৃত্যু হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
নিহত মো. সাকিব কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার মো. সাইফুল ইসলামের ছেলে।
সাকিবের চাচা মো. জাহাঙ্গীর বলেন, কদমতলী থানার রায়েরবাগ এলাকার মেরাজনগরে আমার সাথে থাকতো সাকিব। রায়েরবাগ এলাকায় একটি থাই-অ্যালুমিনিয়ামের দোকানে কাজ করতো। গতকাল রাত ৯টার দিকে রায়েরবাগে একটি বাসায় দরজার উপরে ফাঁকা স্থানে থাই গ্লাস লাগানোর জন্য মাপ আনতে যায়। সেখানে উঁচু একটি টুলের উপর দাঁড়িয়ে মাপ নেয়ার সময় অসাবধানশত পড়ে গিয়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ওই বাসায় লোকজন।
তিনি বলেন, সংবাদ পেয়ে সেখান গিয়ে তার মরদেহ দেখতে পাই। পুলিশ তার মরদেহ উদ্ধার করেন। পরে রাত আড়াই টায় মৃতদেহটি ঢামেক হাসপাতালে নেয়া হয়।
মো. সাকিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক।
বিডি প্রতিদিন/নাজিম