‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে লক্ষ্মীপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, দুদক, সনাক ও দুপ্রক এর যৌথ আয়োজনে সোমবার সকালে দিবসটি উপলক্ষে একটি বর্ণ্যাঢ্য র্যালি ঝুমুর চত্ত্বর থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে।
এর আগে জাতীয় সঙ্গিত পরিবেশনের সাথে সাথে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দূর্জয় তারুন্য দূর্নীতি রুখবেই স্লোগান নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন শেষে কার্যালয়ের হলরুমে আলোচনা সভায় মিলিত হয় সবাই। সভায় প্রদক্ষিণ সনাক এর সভাপতি প্রঢেসর জেড এম ফারুকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। আরো ছিলেন পুলিশ সুপার মো.আকতার হোসেন, টিআইবির এরিয়া সমন্বয়কারী মুহাম্মদ আব্দুর রব খান, সনাকের সহ-সভাপতি আবুল মোবারক ভূঁইয়া, খোদেজা খাতুন, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহাদাত হোসেন রিয়াজ প্রমুখ।
বক্তারা বলেন, দূর্নীতি দমনে একটি শক্তিশালী আইনী কাঠামো তৈরীর মাধ্যমে দুর্নীতিকে নিরুৎসাহিত করা এবং যারা দুর্নীতিবাজ তাদের আইনের আওতায় নিয়ে আসার দাবী জানান।
বিডি প্রতিদিন/এএম