পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন দুদক সমন্বিত জেলা কার্যালয়’র সহযোগিতায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এ দিবসটি উদ্যাপন করা হয়।
এ উপলক্ষে সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রশাসন মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মেজবাহ উদ্দিন মাননু। বক্তব্য রাখেন কলাপাড়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল ইসলাম, সিপিপির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতা নন্দ দাস, বন কর্মকর্তা মনিরুল ইসলাম, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মসিউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংস্কৃতিক সংগঠক মোস্তফা জামান সুজন।
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এ লক্ষ্যে সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম