লক্ষ্মীপুরে গ্যাস রিফিলের সময় বাসের সিলিন্ডারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মো. রুবেল (৪০) ও আবুল কালাম (২১) নামে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো দুইজন।
বুধবার (১১ ডিসেম্বর) ভোর রাতে জেলা সদরের মুক্তিগঞ্জ এলাকার গ্রীণ লীফ সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও নোয়াখালী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহতরা হলেন, রামগতির বাসিন্দা বাস চালক মো. রুবেল ও স্টেশনে অপেক্ষমান স্থানীয় সাহাপুর গ্রামের রং মেস্ত্রী আবুল কালাম। আহতরা হলেন ফিলিং স্টেশনের স্টাফ আবুল হোসেন ও বাসের হেলপার নাঈম। এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত টিম গঠন ও ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।
এদিকে খবর পেয়ে বেলা ১১টায় ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার ও জেলা প্রশাসক। এসময় পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, বিস্ফোরণে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছে। ঘটনার তদন্ত চলছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জেলা প্রশাসক জানান, এর আগেও একই ধরণের ঘটনায় প্রাণহানিসহ হতাহতের ঘটনা ঘটেছে এ ফিলিং স্টেশনে। বিষয়টি মর্মান্তিক। এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত টিম গঠন ও আগের বিষ্ফোরণের বিষয়টিও অতীব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তার আশ্বাস দেন জেলা প্রশাসক।
এর আগে, একই স্টেশনে গত ১৪ অক্টোবর একই ধরণের বিস্ফোরণে ৩ জন নিহত ও ৯ জন আহত হয়।
বিডি প্রতিদিন/হিমেল