দিনাজপুরের বীরগঞ্জে দায়ের করা রাজনৈতিক মামলায় মোঃ মনজুর হোসেন রুমন নামে এক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে বীরগঞ্জ পৌর শহরের নিজ ব্যবসা প্রতিষ্ঠান হতে তাকে গ্রেফতার করে পুলিশ। আটক মোঃ মনজুর হোসেন রুমন (৪০) বীরগঞ্জ পৌর শহরের সেন্টারপাড়ার মোঃ আকতার হোসেনের ছেলে এবং উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক।
বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে বলেন, চলতি বছরের ১৪ অক্টোবর বিএনপির দায়েরকৃত মামলার অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএ