দিনাজপুরের নবাবগঞ্জের ট্রিপল মার্ডার মামলার আওয়ামী লীগের চার পলাতক আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের শুক্রবার (১৩ ডিসেম্বর) আদালতে সোপর্দ করা হয়। এর আগে, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ঢাকা থেকে তাদের গ্রেফতার করে রাতে নবাবগঞ্জ থানায় নিয়ে আসে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- নবাবগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিনোদনগর গ্রামের মৃত শাহ জলিলুর রহমানের ছেলে শাহ মো. জিয়াউর রহমান মানিক (৫০), সাংগাঠনিক সম্পাদক ও জাতভবানীপুর গ্রামের মৃত নুরুল হুদার ছেলে আজিজুল হক (৫৫), দিনাজপুর-৬ আসনের সাবেক সাংসদ শিবলী সাদিকের একান্ত ব্যক্তিগত সহকারী ও কুশদহ (কাজীপাড়া) গ্রামের আবু হোসেনের ছেলে জামিনুর রহমান (৫০) এবং নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সভাপতি ও জগন্নাথপুর গ্রামের জোবেদ আলীর ছেলে রুবেল হোসেন (২৮)।
পুলিশ জানায়, ২০২২ সালের ৩০ মার্চ নবাবগঞ্জ উপজেলার বারুনী মেলা থেকে মোটরসাইকেলে ফেরার পথে খুন হয় রিমন ইসলাম ও তার দুই বন্ধু কিবরিয়া ইসলাম এবং সাব্বির রহমান। তারা স্থানীয়ভাবে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এ ঘটনার পর রিমন ইসলামের বাবা রবিউল ইসলাম বাদী হয়ে চলতি বছরের ২৬ আগস্ট নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বাদী রবিউল ইসলাম নবাবগঞ্জ উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের বাসিন্দা ও পেশায় একজন ভ্যানচালক। মামলায় সাবেক সংসদ সদস্য (দিনাজপুর-৬ আসন) শিবলী সাদিকসহ ৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করা হয়।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আ. ওয়াদুদ জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে পলাতক আসামিদের অবস্থান সনাক্ত করে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
মামলার তদন্তকারী অফিসার এস আই মহুবার রহমান জানান, বৃহস্পতিবার ঢাকার পল্লবী থানা পুলিশের সহযোগিতা নিয়ে মিরপুর-১২নং এলাকার একটি বাড়ী থেকে মামলার এজাহার নামীয় ওই আসামিদের গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
 
                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        