বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয়তাবাদী মহিলাদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।
উপজেলা মহিলাদলের সভানেত্রী শাহিনা ফেরদৌসী হ্যাপীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল ও পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন সামাদ, প্রভাষক ফকির রাসেল আল ইসলাম ও পৌর মহিলা দলের সভানেত্রী মুক্তা খানম মাহমুদা।
কর্মীসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র গঠনে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়। এ ছাড়াও বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ বিএনপির সকল কর্মসূচিতে অংশ গ্রহণের জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়।
বিডি প্রতিদিন/জামশেদ