নারায়ণগঞ্জে দিনব্যাপী নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সোমবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ (একত্রিশ) তোপধ্বনির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
এরপর সকাল সাড়ে ৬ টায় শহরের চাষাঢ়ায় অবস্থিত বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো. মাহমুদুল হক ও পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। পরে একে একে জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমানের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগ, জেলা পরিষদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, এলজিইডি, কলকারখানা পরিদর্শক কার্যালয়, ফায়ার সার্ভিস, গণপূর্ত, পিবিআই, সিআইডি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, শিক্ষা প্রকৌশল, জেলা নির্বাচন অফিস, সড়ক বিভাগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
একই সাথে নারায়ণগঞ্জ সার্কিট হাউজে সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শহরের চাষাঢ়ায় দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বেলা ১১টায় নারায়ণগঞ্জ জেলার শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী এবং জেলা শহরের গুরুত্বপূর্ণ উন্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। স্থানীয় সকল হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, ডে কেয়ার ও শিশু বিকাশ কেন্দ্র, সরকারি শিশু পরিবার ও আশ্রয় কেন্দ্রে দুপুরে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত বা প্রার্থনার আয়োজন করা হয়। এছাড়াও শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
বিডিপ্রতিদিন/কবিরুল