বাগেরহাটে সৈয়দ মোকাম্মেল হোসাইন ফাউন্ডেশন পক্ষ থেকে কম্বল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। শুক্রবার বিকালে বাগেরহাট শহরের দশানিস্থ কার্যালয়ে এ কম্বল বিতরণ ও বৃত্তি প্রদান করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান তাহেরা সুসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ।
এসময় বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠান প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের ভাইচ চেয়ারম্যান সৈয়দ শায়লা শারমিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত
ছিলেন, জেলা কৃষকদলের সভাপতি সৈয়দ আসাফুদৌলা জুয়েল, জেলা যুবদলের সাবেক
সহ সভাপতি মোঃ মাসুদুজ্জামান মাসুদ, এ্যাডভোকেট শাহিনুল আলম প্রমুখ। শিক্ষার্থীদের মাঝে বৃত্তিসহ সামাজিক কর্মকান্ড করার প্রত্যয় নিয়ে সৈয়দ মোকাম্লেল হোসাইন ফাউন্ডেশন এ বছর থেকে যাত্রা শুরু করেছে।
বিডি প্রতিদিন/এএ