ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় ময়লার ট্রাক্টরের চাপায় মো. আল-আমিন মিয়া (৩৫) নামে এক পরিছন্নতা কর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে পৌর এলাকার ছয়বাড়িয়া ময়লার ডাম্পিং এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আল আমিন সরাইল উপজেলার আইরল গ্রামের সালাম মিয়ার ছেলে। ঘটনার পর থেকে পৌরসভার অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া ট্রাক্টর চালক মো. আমির মিয়া পলাতক রয়েছেন।
নিহতের স্বজন এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা জানান, প্রতিদিনের মতো ময়লার ট্রাক্টরে করে পৌর এলাকার ছয়বাড়িয়া এলাকায় যান আল-আমিন। ট্রাক্টর থেকে ময়লা অপসারণ করার সময় চালক ট্রাক্টরটি পেছনে নেয়ার সময় গাড়ির নিচে চাপা পড়েন পরিছন্নতা কর্মী আল-আমিন। আশঙ্কাজনক অবস্থায় আল-আমিনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নায়েব আলী নামে পৌরসভার এক পরিছন্ন কর্মী জানান, সকালে সবাই ময়লা নিয়ে ছয়বাড়িয়ায় ডাম্পিং স্টেশনে যান। সেখানে ময়লা ট্রাক্টর থেকে নামানোর জন্য পিছনের দিকে যাবার সময় আলামিনের পা চাকার নিচে পড়ে যায়।
নিহত আল-আমিনের ছোট ভাই নাঈম বলেন, খবর পেয়ে হাসপাতালে এসে দেখি আমার ভাই মারা গেছে। আমার ভাইয়ের পাঁচটি সন্তান আছে। পৌরসভা কর্তৃপক্ষের কাছে দাবি আমার ভাইয়ের পরিবারকে যেন সহযোগিতা করে।
বিডি প্রতিদিন/হিমেল