মাগুরায় স্বেচ্ছাসেবী সংস্থা ইসাডোর উদ্যোগে ৪৫০ জন শীতার্ত দুস্থ ও প্রতিবন্ধীর মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সংস্থার এম আর রোডের অস্থায়ী কার্যালয়ে জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক জাহিদুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইসাডোর চেয়ারম্যান হাসানুজ্জামান খান, নির্বাহী পরিচালক আবু ইমাম মোহাম্মদ বাকের, আব্দুল হালিম, সাংবাদিক শামীম খান ও আরিফ আহমেদ প্রদীপ।
বিডি প্রতিদিন/এমআই