ঢাকায় ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত জামালপুরের মাদারগঞ্জের ইমরানকে চেক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে মাদারগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা হল রুমে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক হাছিনা বেগম ইমরানের হাতে এই চেক তুলে দেন।
জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের তারতা পাড়া গ্রামের ইমরান ঢাকায় গুলিতে গুরুতর আহত হন।
চেক প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ, সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, ওসি ইনচার্জ হাসান আল মামুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার নেতা শাহিদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেন বেলিসহ স্থানীয় শিক্ষক ও সাংবাদিকরা।
বিডি প্রতিদিন/একেএ