যশোর-মাগুরা মহাসড়কের খাজুরায় ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস থেকে দুই হাজার আটশ’ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে জেলার বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারের তেলপাম্প এলাকায় একটি বাস থেকে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধারের পর তা জব্দ করা হয়। তবে এগুলোর কোনো মালিক পাওয়া যায়নি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে যশোর-মাগুরা মহাসড়কের খাজুরা বাজার তেলপাম্প এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অবস্থান নেন। এক পর্যায়ে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করার সময় একটি ব্যাগে দুই হাজার আটশ’ পিস ইয়াবা পাওয়া যায়। তবে ব্যাগটির মালিককে পাওয়া যায়নি। অভিযানের বিষয়টি টের পেয়ে ব্যাগটির মালিক কৌশলে বাস থেকে নেমে পালিয়ে যান বলে ধারণা করছেন তিনি। আসলাম হোসেন জানান, উদ্ধার হওয়া ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জব্দ করে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম