স্বাধীনতা যুদ্ধের ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ রবিবার খুলনা প্রেসক্লাব মিলনায়তনে ‘গণতন্ত্র, উন্নয়ন ও বাকস্বাধীনতায় জিয়াউর রহমানের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। এতে সভাপতিত্বে করেন মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাড. শফিকুল আলম মনা।
অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল বলেন, ‘বিএনপির টানা ১৭ বছরের আন্দোলনে সফল সমাপ্তি হয় বীর ছাত্রদের ৩৬ দিনের আন্দোলনে। এর মধ্যে কোন বিভক্তি নেই। যারা ১৭ বছরের আন্দোলন ও ৩৬ দিনের আন্দোলনকে তুলনা করছেন তারা মূলত কৌশলে ঐক্যে ফাটল ধরাতে চায়।’
বিডি প্রতিদিন/জামশেদ