মাগুরায় জুলাই গণঅভ্যুথ্যানে ছাত্রজনতার খুনিদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।
আজ রবিবার সকালে বিক্ষোভ মিছিলটি মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ চত্ত্বর থেকে বের হয়ে শহরের চৌরঙ্গী মোড় হয়ে কলেজ চত্ত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে জুলাইয়ের গণঅভ্যুত্থানে মাগুরার ১০ জনসহ দেশের সকল শহীদের খুনিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান ছাত্ররা।
মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাগুরা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, যুগ্ম সদস্য সচিব নাহিয়ান খান নিহাজ, যুগ্ম সদস্য সচিব ওয়াশিক করিম দিহানসহ শতাধিক ছাত্র অংশ নেয়।
বিডি প্রতিদিন/এএ